Logo
Logo
×

সংবাদ

এত সুশীলতা দেখাতে অভ্যুত্থান হয়নি: সারজিস আলম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পিএম

এত সুশীলতা দেখাতে অভ্যুত্থান হয়নি: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এত সুশীলতা দেখাতে অভ্যুত্থান হয়নি। এত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ওই ফ্যাসিস্টের সংবিধান দেখানোর জন্য নয়। এসব সংবিধানের হাইকোর্ট আমাদের দেখানো লাগবে না। বাংলাদেশের ছাত্র-জনতার রায়ের ভিত্তিতে অভ্যুত্থান হয়েছে, অন্তবর্তীকালীন সরকার হয়েছে। 

আজ বুধবার আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে এসব কথা বলেন সারজিস আলম।

সারজিস আলম আরও বলেন, আওয়ামীর দোসর বিচারপতিদের অপসারণ না হওয়া পর্যন্ত হাইকোর্ট প্রাঙ্গণ ছাড়বে না ছাত্র সমাজ। মামলার রায়ের জন্য কোটি টাকা লেনদেন হয়। বৈষম্যহীন বাংলাদেশে টাকার বিনিময়ে আসামি খালাস করা বন্ধ করুন। এসব বন্ধ না হলে যেখানেই অভিযোগ পাব, সেখানেই আমরা চলে যাব। দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের কোনো স্থান আদালতে হবে না।

সারজিস আলম বলেন, যখনই এদের কোনো উৎপাত আমরা দেখব, রাজপথে নেমে তাদের প্রতিহত করব। আমাদের দল আলাদা হতে পারে, চিন্তা আলাদা হতে পারে, নির্বাচনে ভিন্ন ভিন্ন দলকে আমরা ভোট দিতে পারি। তবে ফ্যাসিস্টদের মোকাবিলায় আমরা সবাই এক। আওয়ামী লীগের সরবরাহ করা অবৈধ অস্ত্র দিয়ে যে সংগঠনের সন্ত্রাসীরা আমাদের ভাইবোনদের ওপর গুলি চালিয়েছে, হত্যা করেছে, সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।’

আর অন্যতম আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের যারা দোসর ছিল, তাদের দ্বারা আওয়ামী খুনি ও সন্ত্রাসীদের বিচার করা সম্ভব নয়। তাঁরা যেসব বিচারপতির অপসারণ চান, তাদের নিয়ে বৈঠক হওয়ার খবর তাঁরা পেয়েছেন। যেহেতু বৈঠক চলছে, সে জন্য অনুষ্ঠান ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, গণহত্যার জন্য আওয়ামী ফ্যাসিস্টদের ক্ষমা চাইতে হবে। ছাত্র-জনতার খুনিদের বিচার করতে হবে। এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবেন কি না।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন