দাম নিয়ন্ত্রণে ডিমের আমদানি শুল্ক কমেছে ২০ শতাংশ
সরকার ডিমের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শুল্ক ৩৩ শতাংশ থেকে ১৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই খবর দেন।
তিনি বলেন, দ্রব্যমূল্যকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে বিশেষ করে ডিমের দাম এই মুহূর্তে ঊর্ধ্বমুখী হওয়া কয়েকটা পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ডিমের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত।
তাছাড়া ভোজ্য তেলের আমদানি শুল্ক ৫ শতাংশ কমানো এবং উৎপাদন-সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ।
তিনি বলেন, সরকার ভোক্তা অধিকার কার্যালয়ে ডিম সরবরাহকারী এবং আড়তদার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আড়তদাররা সরাসরি খামারিদের কাছ থেকে ডিম কিনবেন, যাতে করে ডিমের দাম কিছুটা কমে আসে।