Logo
Logo
×

সংবাদ

মুদি দোকানি হত্যা মামলায় আরও দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পিএম

মুদি দোকানি হত্যা মামলায় আরও দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বনশ্রী এলাকার মুদি দোকানি মিজানুর রহমান হত্যা মামলায় আরও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা-পুলিশ। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন মৎসজীবী লীগের সভাপতি ও যুবলীগের সদস্য আব্দুর রহমান ও বাংলাদেশ সড়ক পবিরহন শ্রমিকলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বনশ্রী এলাকার মুদি দোকানি মিজানুর রহমান হত্যার ঘটনায় তার বাবা কামাল হোসেন খিলগাঁও থানায় গত ২ সেপ্টেম্বর একটি মামলা করেন। 

মামলার সূত্রে জানা যায়, মিজান গত ১৯ জুলাই বেলা ৩টার দিকে দোকান খোলার জন্য বাসা থেকে বের হন। এসময় বনশ্রী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গোলাগুলি চলছিল। খিলগাঁও থানার বনশ্রী এলাকায় পৌঁছলে মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হন। প্রথমে গুলিবিদ্ধ মিজানকে নিকটস্থ অ্যাডভান্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্তপাত বন্ধ না হওয়ায় তাকে দ্রুত আগারগাঁও পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে যাওয়ার পরে অতিরিক্ত রক্তক্ষরণে বিকেলে তিনি মারা যান। 

এ ঘটনায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মিজানুর রহমান হত্যায় জড়িত আব্দুর রহমান ও মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান হত্যায় জড়িত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজিজুল হক ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ওবায়দুল ইসলাম রানাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন