Logo
Logo
×

সংবাদ

মাত্র সোয়া কোটি টাকায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম

মাত্র সোয়া কোটি টাকায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

২ মাস ২৭ দিন পর আজ মঙ্গলবার চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। এই স্টেশন চালু করতে ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে। আজ মঙ্গলবার মিরপুরে মেরামত হওয়া মিরপুর-১০ স্টেশন পুনরায় চালু করার সময় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, মেট্রোরেলের সব স্টেশন মিলিয়ে আরও খরচ লাগবে ১৭ কোটি টাকা। মোট লাগবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা। তবে এই টাকা মেট্রো থেকেই নেওয়া হবে। 

মেট্রোরেলের ভাড়া কমানোর ব্যাপারে চেষ্টা করা হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, বিভিন্ন অজুহাতে প্রকল্পের মেয়াদ ও টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পে দুর্নীতি নাকি অপচয়, সেটি চিহ্নিত করতে হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন