বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম
সৈয়দ আলমাস কবীর
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান।
ডিসি রুহুল কবির খান বলেন, মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় আলমাস কবীরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে আলমাস কবীর মেট্রোনেটের সিইও ছিলেন। এছাড়া তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সহযোগী অধ্যাপক ছিলেন। এর বাইরে তিনি আইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।