মোহাম্মদ ফারুক খান। ছবি: সংগৃহীত
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফারুক খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যও।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল ঢাকা সেনানিবাসের বাসা থেকে তাকে গ্রাপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে জানান, র্যাবের একটি দল ফারুক খানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যও। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি।