ছাত্র আন্দোলনের নেতা শিপুর উপর আ.লীগের হামলা
হাসপাতালে ভর্তি শিপু। ছবি: সংগৃহীত
আশুলিয়ার শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া AIUB ছাত্র রবিউস সানী শিপুর ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে সাভারের এনামে মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বলেন, আজ রাত সাড়ে ১০ টায় আশুলিয়া শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া AIUB ছাত্র রবিউস সানী শিপুকে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করে আহত করেছে। শিপু এখনো তার পেটে গণঅভ্যুত্থানে খাওয়া গুলি বহন করে চলেছে। জানোয়ারের বাচ্চারা তার পেটে আঘাত করে রক্তপাত ঘটিয়েছে। আমরা এনাম মেডিকেলে শিপুর সাথে আছি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের দু’মাস পরেও এইসকল সন্ত্রাসী এখনো কিভাবে দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে তার জবাব সরকারকে দিতে হবে। সকলে মাঠে নামার প্রস্তুতি নেন। আমাদের সহযোদ্ধার প্রতিটি রক্তের হিসাব আমরা নেবো। একটা সন্ত্রাসীকেও মুক্ত থাকতে দেওয়া যাবে না।