আমরা খুব কম সময়ের মধ্যে নির্বাচন দেব: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা খুব কম সময়ের মধ্যে নির্বাচন দেব। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে ব্যবস্থা আমরা করব। এতদিন ভোটের সিস্টেম, কালচারটা নষ্ট হয়ে গিয়েছিল। নির্বাচন কমিশনকে সাজিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেব।
আজ সোমবার চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বৌদ্ধ সমিতির এক অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন উপলক্ষ্যে বৌদ্ধ সমিতি অষ্টপরিষ্কার সংঘদান এ সভার আয়োজন করে।
উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। সভার উদ্বোধন করেন প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাস্থবির। উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাস্থবির প্রধান জ্ঞাতি ছিলেন। বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাস্থবির প্রধান সদ্ধর্মদেশক ছিলেন।
আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, শাসন করতে আসিনি, আগামী দিনে যারা শাসন করবে তাদের পথ খুলে দিতে এসেছি। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। যারা জনগণের ম্যান্ডেট পাবে আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। আপনাদের সহযোগিতা দিতে চাই, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন।