ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা পৌঁছে দিলেন ২ উপদেষ্টা
নাহিদ ও আসিফ। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব এবং তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের খোঁজখবর নিয়েছেন। পরে আহতদের প্রত্যেককে এক লাখ টাকার সমপরিমাণ চেক হস্তান্তর করেন।
আজ রবিবার ( ১৩ অক্টোবর) বিকালে ঢামেক হাসপাতালের র্বান ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ৫০২ - ৬১৭ নং ওয়ার্ডে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সব রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এই দুই উপদেষ্টা। পরে আর্থিক সহায়তার শেষে বিকাল সাড়ে ৪টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।
এসময় সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রোগীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করা হবে।
তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদদের পরিবারকে এ পযর্ন্ত এক কোটি ৭১ লাখ ৪২০০০ হাজার ৫০ টাকা দেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালে মোট ৩০ জনকে এক লাখ টাকা করে আর্থিক সয়হতা দেওয়া হয়েছে।
এর আগে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৩৩ জনকে ৩৩ লাখ টাকা এবং পঙ্গু হাসপাতালে ৫৯ জনকে ৫৯ লাখ টাকাসহ সর্বমোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা দেওয়া হয়েছে।