সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি রাষ্ট্রপতির আহ্বান
ইউএনবি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রবিবার (১৩ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
তিনি বলেন, 'জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে।’ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান তিনি।
সব ধর্মের মূল বাণী মানবকল্যাণ উল্লেখ করে তিনি বলেন, 'আমরা সবাই বাংলাদেশি। আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত। দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘুর কোনও স্থান নেই। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।’
সাহাবুদ্দিন বলেন, পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এবারের বিজয় দশমীর অঙ্গীকার।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পরে রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতা, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন পেশার হিন্দু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায়, হিন্দু ধর্মীয় নেতা এবং রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।