Logo
Logo
×

সংবাদ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ

অবশেষে বাড়ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা। চাকরিতে প্রবেশের পুরুষদের জন্য ৩৫ বছর ও নারীদের জন্য ৩৭ বছর নির্ধারণ করে সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। তবে অবসরের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করেনি কমিটি।

আজ শনিবার চাকরির সর্বোচ্চ বয়স নির্ধারণে গঠিত পর্যালোচনা কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সুপারিশ পেশ করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পর্যালোচনা কমিটি এ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে। তবে বয়স নির্ধারণের বিষয়ে কোনো তথ্য তার কাছে জানা নেই। 

গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মূয়ীদ চৌধুরীকে প্রধান করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। সাত দিনের মধ্যে এই সংক্রান্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়। 

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি প্রায় একযুগের। এই ইস্যুতে বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে রাজপথে। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে ৩২ বছর।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন