Logo
Logo
×

সংবাদ

ফ্যাসিস্টরা রাজপথে পরাজিত হয়ে অনলাইনে গুজব ছড়াচ্ছে: উপদেষ্টা নাহিদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পিএম

ফ্যাসিস্টরা রাজপথে পরাজিত হয়ে অনলাইনে গুজব ছড়াচ্ছে: উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদী শক্তি রাজপথ থেকে পরাজিত হয়ে, এখন অনলাইনে তারা তাদের শক্তি প্রদর্শন করছে। মিথ্যা তথ্য ও গুজব চড়াচ্ছে। ফলে আমরা যেন সচেতন হই, কোনো মিথ্যা তথ্য এবং গুজবে বিশ্বাস না করি।

আজ শনিবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ভারত বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে দিয়ে নিজেদের উগ্রবাদ ঢেকে রাখতে চাইছে। আমাদের অবশ্যই সত্যটাকে তুলে ধরতে হবে। যেটা সত্য, যেটা আসলেই দেশে ঘটছে সেই জিনিসটাই যদি আমরা তুলে ধরতে পারি। দেশের মানুষের কাছে প্রচার করতে পারি। পৃথিবীর কাছে প্রচার করতে পারি। এতটুকু আমাদের জন্য যথেষ্ট হবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না। ফলে বাংলাদেশে যেটা ন্যায্য প্রাপ্তি সে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কিন্তু অন্য যেকোনো দেশের সঙ্গে আমরা সম্পর্ক করব। আমরা মাত্র দুই মাস হয়েছি এসেছি। তো আমাদেরও সে সময়টুকু দিতে যতে হবে কাজ করার।

আবু সাঈদের আত্মদানের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে আমাদের নবনিযুক্ত যিনি ভিসি স্যার রয়েছেন তার সঙ্গে আমরা আলোচনা করেছি। এখান হলের প্রয়োজন রয়েছে। এ ছাড়া এখানে আরও কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। আবু সাইদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বিশ্ববিদ্যালয় এই অভ্যুত্থানের লড়াই শুরু করেছে। অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকেরা অবহেলিত থাকবেন না। তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন