Logo
Logo
×

সংবাদ

কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে সরকার নিষ্ক্রিয় নয়: আলী ইমাম মজুমদার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পিএম

কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে সরকার নিষ্ক্রিয় নয়: আলী ইমাম মজুমদার

বক্তব্য দেওয়ার এক পর্যায়ে আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, পূজায় কোথাও কোথাও দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে সরকার নিষ্ক্রিয় নয়। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।

আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর উত্তরায় সর্বজনীন মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরে সেখানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আলী ইমাম মজুমদার বলেন, আপনারা নির্দ্বিধায় পূজা করার আশ্বাস চেয়েছেন, এই আশ্বাস বারবার দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই দিচ্ছেন। আপনার যে অধিকার, আমারও সে অধিকার, এই দেশটাতে। ফলে আপনি থাকবেন না কেন? আমি থাকতে পারলে আপনিও থাকতে পারেন দেশটাতে। সকলে সুন্দরভাবে আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ উপদেষ্টা আরও বলেন, বিরাট একটি পরিবর্তনের মধ্য দিয়ে এই সরকার এসেছে। আপনারা জানেন ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। এ সময় পুলিশ বাহিনীর ওপর বিরাট ধকল গেছে। আপনারা এটা বুঝবেন। আশা করছি, তাদের সমস্যা দ্রুত কাটিয়ে উঠা সম্ভব হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন