Logo
Logo
×

সংবাদ

যেসব কারণে মোবাইল ফোন বিস্ফোরিত হতে পারে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:৩২ এএম

যেসব কারণে মোবাইল ফোন বিস্ফোরিত হতে পারে

মোবাইল ফোন বিস্ফোরণের খবর কালেভদ্রে আসে। কিন্তু সম্প্রতি লেবাননে বিপুল সংখ্যক মোবাইল ফোন ও ডিভাইস বিস্ফোরণে অনেকের মনে ভয় ঢুকেছে। যদিও লেবাননের ঘটনায় সাইবার অ্যাটাকের আশঙ্কা আছে, তবু কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন।

প্রধানত,মোবাইল ফোন বিস্ফোরিত হতে পারে বেশি গরম হলে। যেসব কারণে মোবাইল ফোন বেশি গরম হতে পারে।

দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে,

গেম খেললে বা কোনো অ্যাপ দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে,

ভিডিও স্ট্রিমিং অল্প সময় চালালে,

ডিভাইস অতিরিক্ত গরম হয়।

ওভারচার্জিং

ফোনের চার্জ ১০০ শতাংশের কোঠায় পৌঁছানোর পরেও দীর্ঘক্ষণ প্লাগ-ইন থাকলে ব্যাটারিতে লোড বাড়তে থাকে। 

পূর্ণচার্জ হয়ে গেলে চার্জ হওয়া অটোমেটিক বন্ধ হয়ে যায় উন্নত ডিভাইসে। আপনার ডিভাইস অটোমেটিক বন্ধ হচ্ছে কিনা খেয়াল রাখুন। যদি পূর্ণ চার্জ হওয়ার পরও গরম হতে থাকে, খেয়াল রাখুন, প্রয়োজনের প্লাগ খুলে রাখুন।

পোর্টেবল চার্জারে ফোন সংযুক্ত রেখে দীর্ঘক্ষণ রাখলেও দুর্ঘটনার আশঙ্কা থাকে।

উত্তপ্ত বা উচ্চ আর্দ্রতার পরিবেশ

সরাসরি সূর্যের আলোতে, বদ্ধ স্যাঁতসেঁতে পরিবেশ অথবা প্রচন্ড আঁটসাঁট চাপযুক্ত জায়গায় ফোনের ব্যাটারির উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। 

পরিবেশের উচ্চ তাপ ফোনের কেসিং হয়ে ব্যাটারিতে প্রবেশ করে।

গরমের দিনে পার্ক করা গাড়ির ভেতরে,

বালিশ বা কম্বলের নিচে ফোন রেখে ঘুমালে,

ফোন টেবিলের কোণে বইয়ের স্তূপ বা জঞ্জালের মাঝে রাখলে,

ফোন একসঙ্গে কয়েকটি হাই-ভোল্টেজের যন্ত্রপাতির সঙ্গে রাখলে,

গাড়ির ইঞ্জিন বা গিয়ারের কাছাকাছি রাখলে গরম হতে পারে।

নকল বা নিম্নমানের চার্জার বা কেবল

নকল বা অনিবন্ধিত অধিকাংশ চার্জার বা কেবলগুলোতে কোনো নিরাপত্তা মান থাকে না। ফলে ব্যাটারির ধারণক্ষমতার সঙ্গে কেবল বা চার্জার থাকে অসামঞ্জস্যপূর্ণ। এতে প্রয়োজনের তুলনায় কম অথবা বেশি পরিমাণে বিদ্যুৎ ঢুকতে পারে ফোনে।

কম হলে ফোনের যন্ত্রপাতি দ্রুত নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ বেশি ঢুকলে তাপ বৃদ্ধির মাধ্যমে আগুন ধরে যাওয়ার ভয় রয়েছে।

বাহ্যিক আঘাত থেকে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়

ব্যাটারি যদি নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি হয় তাহলে শর্ট সার্কিটের মতো বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। বড় রকমের দুর্ঘটনার জন্য একটি শর্ট সার্কিট-ই যথেষ্ট। সুতরাং নকল চার্জার হইতে সাবধান।

একটি দুর্বল মানের ফোন হাত থেকে পড়ে যাওয়া কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় ব্যাটারির। খুব ভালো কোয়ালিটির ফোনও দুই-তিনবার ধাক্কা লাগার ফলে এর আভ্যন্তরীণ কাঠামো নষ্ট হয়ে যেতে পারে।

প্রতিবার আঘাতে একটি-দুটি করে চিড় ধরে। অনেকবার পড়ে গেলে নেতিবাচক প্রভাব পড়ে। এমন ক্ষতিগ্রস্ত ফোন নিয়ে চলাফেরা করা মানেই বিপদের ঝুঁকি। সূত্র: ইউএনবি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন