গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন
ফাইল ফটো
গণমাধ্যমকর্মীরা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পর্যবেক্ষণে কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়য়।
তথ্য মন্ত্রণালয়েেএক অফিস আদেশে সোমবার বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি' গঠন করা হল।
কমিটির প্রধান করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার)। সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে মন্ত্রণালয়ে যুগ্মসচিবকে (প্রেস)।
কমিটির সদস্যরা হলেন প্রধান তথ্য অফিসার, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব।