বাংলাদেশে একদিনের জন্য মাইক্রোসফটের দায়িত্ব নিলেন কলেজছাত্রী পলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ পিএম
একদিনের জন্য আজ সোমবার বাংলাদেশে মাইক্রোসফটের দায়িত্ব গ্রহণ করেছেন কলেজছাত্রী পলি। মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুপ ফারুকুর স্থলাভিষিক্ত হন পলি।
৭ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসকে পালন করা হয়, এর ধারাবাহিকতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে মেয়েদের অধিকার সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ক্যাম্পেইন ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এর অংশ হিসেবে পলি তার এলাকায় কিশোরী ও তরুণীদের ক্লাবের সদস্য হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত রয়েছেন। পলি তার কমিউনিটির কিশোর-কিশোরীদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, বাল্যবিবাহ বন্ধ, শিশু শিক্ষা নিশ্চিতকরণে সচেতনতা বাড়াতে কাজ করছেন।
জাতিসংঘ ঘোষিত এবারের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য হলো ‘গার্লস ভিশন ফর দ্য ফিউচার’। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনালের প্রতিপাদ্যটি হলো ‘ইউনাইট ফর পিস’ এবং চলতি বছরের জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী কিশোরী ও তরুণীদের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে ও চলমান স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করার জন্য একটি পরিবেশ তৈরি করে থাকে। টেকওভার হলো বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন।
পলি বলেন, ‘এই টেকওভারের অভিজ্ঞতাটি আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। এর মাধ্যমে আমি আমার কমিউনিটিতে অন্য কিশোরী ও শিশুদের অনুপ্রাণিত করতে পারব। কারণ আমি আমার কমিউনিটির নারী, কিশোরী ও শিশুদের জন্য কাজ করতে চাই, যাতে ভবিষ্যতে তারা স্বনির্ভর হয়ে বাঁচতে পারে। আমি বিশ্বাস করি আমাদের সবারই সমাজ পরিবর্তন করার ক্ষমতা আছে, সেই শক্তিকে আমাদের কার্যকরভাবে ব্যবহার করতে হবে।’
পলি ভবিষ্যতে তার কমিউনিটিতে শিশু ও তরুণীদের জন্য একটি টেকসই অবস্থান তৈরি করার লক্ষ্যে লিঙ্গ সমতা এবং নারী অধিকারের পক্ষে কাজ করতে চান। তিনি স্কুল থেকে ঝরে পড়া শিশু ও কিশোরীদের নিয়েও কাজ করতে চান। এছাড়া সামাজিক, অর্থনৈতিক সমস্যার কারণে যাতে আর কোনো শিশু বা কিশোরীর লেখাপড়া বন্ধ না হয় সে বিষয়ে কাজ করতে চান।
বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুকু বলেছেন, “আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। একসঙ্গে মিলে আমরা কন্যাশিশু ও মেয়েদের প্রতিবন্ধকতাগুলো দূর করতে এবং তাদের স্বপ্নের পেছনে ছুটতে অনুপ্রাণিত করছি। এক্ষেত্রে, তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে আমরা সাথে আছি।
তিনি আরও বলেন, এ বছরের থিম, ‘গার্লস' ভিশন ফর দ্য ফিউচার,’ যা এআই উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়াতে মাইক্রোসফটের প্রতিশ্রুতি রয়েছে তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। মেয়েদের কণ্ঠস্বর প্রসারিত করে এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতায়নের মাধ্যমে আমরা এমন একটি ভবিষ্যৎ গঠনে সাহায্য করছি যেখানে তারা উন্নতি করতে পারে এবং একটি অর্থপূর্ণ প্রভাব ফেলতে পারে।’
প্রতিবারের মতো এবারো বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাস, উন্নয়নমূলক সংস্থা, কর্পোরেট ও ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ পদে একদিনের জন্য টেকওভার করছে, যা তাদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।
এই বছরের কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য অন্য বছরগুলোর তুলনায় কিছুটা ভিন্নধর্মী। প্রতিপাদ্যটিতে বলা হয়েছে, বিভিন্ন প্রতিকূলতার মোকাবিলা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মেয়েরা শুধু সাহসী নয়, তারা আশাবাদীও বটে। তাদের এই আশা এবং স্বপ্নই পরিবর্তনের সূচনা ঘটাবে এবং সমতার পৃথিবী গড়ে তুলবে।