কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর বোর্ডিং মার্কেটের একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার রোহিতপুর বোডিং মার্কেটে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আলী জানান, রোহিতপুর বোর্ডিং মার্কেটের মায়েল নামের একটি বিরিয়ানির হোটেলে সামনে রাখা একটি গ্যাস সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এতে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় মুহূর্তেই আগুন ধরে যায়। এতে হোটেলের কর্মচারী মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া বলেন, খবর পেয়ে আমরা বিরিয়ানির দোকানের ভিতর থেকে চারজনের লাশ উদ্ধার করেছি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।