টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে দশজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা লিংক রোডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রাতে মুসলধারে বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
এলেঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।