Logo
Logo
×

সংবাদ

ডিসি নিয়োগে ঘুষের খবরকে ভুয়া বললেন জনপ্রশাসন সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পিএম

ডিসি নিয়োগে ঘুষের খবরকে ভুয়া বললেন জনপ্রশাসন সচিব

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে মোটা অঙ্কের অর্থের লেনদেনের খবরকে ভুয়া বলে দাবি করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। 

একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে মোখলেস উর রহমানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমার মোবাইলটা হল স্যামসাং, উনারা যেটা শো করেছে সেটা হল আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। কে কী দেখাল, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। হোয়াট ওয়াজ দ্য ডায়লগ, আমি এটার কিছুই জানি না। আমি এটার সম্পর্কে... ইফ আই সে লেস, ইট ইস বেটার।

প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন, আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে।

অভিযোগের সত্যতা পেলে পদত্যাগ করবেন কিনা— এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা যদি নিউজ করতে চান, স্টান্টবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সঙ্গে কাজ করেছেন, বিন্দু-বিসর্গ যেখানে সত্যতাঅভিযোগ খতিয়ে দেখতে সরকারের কাছে আপনি আহ্বান জানাবেন কিনা- এই প্রশ্নের জবাবে মোসলেস উর রহমান বলেন, ‘অভিযোগটা যিনি করেছেন, এই অভিযোগকারী আমার কাছে কোন বিবেচনায় নেই। এই অভিযোগটি আমি মূল্যহীন মনে করি। এটা ভুয়া নিউজ।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন