Logo
Logo
×

সংবাদ

৭ দিনের রিমান্ডে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৫:৪১ পিএম

৭ দিনের রিমান্ডে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আদালত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার এই রিমান্ডের আদেশ দেন। 

এর আগে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে পেতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। গত ২৮ আগস্ট এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন