এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, তাকে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্যাংক খাতের আলোচিত এ ব্যক্তিকে গ্রেপ্তার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
নজরুল ইসলাম নাসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংক মালিকদের সংগঠনের চেয়ারম্যানও ছিলেন।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো নজরুল ইসলাম মজুমদারও প্রকাশ্যে আসেননি।
গত ২৯ অগাস্ট এক্সিম ব্যাংক থেকে তাকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। ফলে গত ১৭ বছর পর নজরুল ইসলামের বলয় থেকে বের হয় এক্সিম ব্যাংক।