সংঘর্ষে পোশাকশ্রমিক নিহত
প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৪:৫৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভ্যুত্থান পরবর্তী সময়ে সংঘর্ষে পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে শিক্ষার্থীরা বেলা ২টার দিকে সড়ক ছেড়ে দেন।
শিক্ষার্থীরা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে কোনো সাধারণ শ্রমিকের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্র-জনতার আন্দোলনে সাবেক স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, শ্রমিকরাও এর অংশীদার। শ্রমিকরাও এই আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আন্দোলন করেছিলেন। এই নতুন বাংলাদেশে সেই শ্রমিকদের ওপর মারণাস্ত্রের ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।