ভিডিও থেকে নেওয়া ছবি
নোয়াখালীতে অস্ত্রসহ আটকের পর এক যুবলীগ নেতা গণপিটুনিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাছাড়া গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন।
গতকাল শনিবার বিকালে সদর উপজেলার পূর্ব চর মটুয়া গ্রাম থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে যৌথ বাহিনী। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে একজনের মৃত্যু হয়।
নিহত মো. আবদুস শহিদ ওই গ্রামের মমিন উল্যাহ মুন্সির ছেলে। আহত অন্যরা হলেন মো. জামাল হোসেন, মো. জাবেদ ও মো. রিয়াদ হোসেন।
শহিদ পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে কিছু লোক ওই গ্রামের ইসমাইল মুহুরীর বাড়ি ঘেরাও করে। সেখানে শহিদসহ চারজনকে আটক করে একটি শটগান উদ্ধার করে তারা। তারা তাদের গণপিটুনি দিলে চারজনই গুরুতর আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর ১৬ রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার এবং একটি শটগান জব্দ করা হয়।
এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।