মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল চার শিশুর
মসজিদে আরবি শিখে বাড়ি ফিরছিল একদল শিশু। পথে মাইক্রোবাস চাপায় প্রাণ হারিয়েছে তাদের চারজন। তাছাড়া গুরুতর আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় তারা হতাহত হয়।
নিহতরা হলো শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের ফাতেমা, মো. হানিফের মেয়ে মিম, পালন শেখের মেয়ে তানজিলা ও হেলাল উদ্দিনের মেয়ে বিথি।
কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে আরবি পড়তে গিয়েছিল শিশুশিক্ষার্থীরা। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মিম মারা যায়। অন্যরা গুরুতর আহত হয়। তাদের খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অন্য তিনজন মারা যায়।
সাদিয়া নামে আরও এক আহত শিশুকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই বলেন, মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে। মাইক্রোবাসের কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।