Logo
Logo
×

সংবাদ

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১৫৮১ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১৫৮১ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১ হাজার ৫৮১ জন নিহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়েছে ৩১ হাজারের বেশি মানুষ। নিহতদের বেশিরভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের। তাদের বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে এটাই চূড়ান্ত হিসাব নয় বলে জানান কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রাথমিক তালিকার তথ্য যাচাই-বাছাই করার জন্য প্রতিটি জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। এই কমিটি তথ্য যাচাই-বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন