Logo
Logo
×

সংবাদ

ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হতে পারে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম

ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হতে পারে

প্রতীকী ছবি

ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস (বিএসসি)।

বিজ্ঞপ্তিতে বিএসসি বলেছে, কুয়াকাটায় শনিবার রাত ২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় এসইএ-এমই-ডব্লিউই-ফাইভ থেকে যে ব্যান্ডউইডথ সরবরাহ করা হয় সেখানে বিঘ্ন ঘটতে পারে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা সাবমেরিন কেবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নিয়েছেন।

এ জন্য সাবমেরিন কেবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে।

এ সময় কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে এসইএ-এমই-ডব্লিউই-ফোর সাবমেরিন কেবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় ইন্টারনেটের গতি ধীর হতে পারে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন