Logo
Logo
×

সংবাদ

গুম তদন্ত কমিশনে নতুন করে আরও ২০টি অভিযোগ জমা দিল মায়ের ডাক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

গুম তদন্ত কমিশনে নতুন করে আরও ২০টি অভিযোগ জমা দিল মায়ের ডাক

নতুন করে আরও ২০ ঘটনার তথ্য উপাত্ত গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কার্যালয়ে জমা দিয়েছে মায়ের ডাক। আজ বৃহস্পতিবার প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি ক্ষতিগ্রস্ত পরিবারকে নিয়ে এ সকল তথ্য উপাত্ত কমিশনের গুলশান কার্যালয়ে জমা দেন। 

প্রচণ্ড বৃষ্টির মধ্যে কমিশনের সামনে দাঁড়িয়ে ভিজতে ভিজতে তুলি বাংলা আউটলুককে বলেন, নতুন করে এই ২০টা অভিযোগসহ মোট ৫৪টি অভিযোগ কমিশনে মজা দেওয়া হয়েছে। আজ জমা দেওয়া এ ঘটনাগুলো ২০০৯ থেকে ২০ ১৫ সালের মধ্যেই ঘটেছে।

কমিশনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এমনকি কমিশনের অভ্যর্থনা কক্ষ পর্যন্ত যাওয়ার কোনো অনুমতি মেলেনি সাংবাদিকদের।  

সানজিদা ইসলাম তুলি কমিশনের একজন সদস্যের কাছে সাংবাদিকদের অভ্যর্থনা কক্ষ পর্যন্ত যাওয়ার অনুরোধ জানালে তা প্রত্যাখ্যান করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন