বুয়েটে আবার অস্থিরতা, ক্লাস-পরীক্ষা বর্জন
বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত শিক্ষার্থীদের হলে ওঠা ও ক্যাম্পাসে আসার প্রতিবাদ জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বুয়েট শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।
এর আগে সোমবার রাতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত দুই শিক্ষার্থী হলে উঠলে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। তীব্র ক্ষোভ থেকে তারা মধ্যরাতেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
গত মার্চ মাসে বুয়েট ক্যাম্পাসে মধ্যরাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগ নেতারা বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে জড়ো হওয়ার চেষ্টা করায় ক্ষোভ দেখা দিয়েছিল। তখন ঘটনা তদন্তে কমিটিও গঠিত হয়েছিল। সে ঘটনায় তদন্ত প্রতিবেদন না দেওয়ায়ও ক্ষোভ রয়েছে।