পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শাহবাগ থানার একটি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান এই আদেশ দিয়েছেন।
পুলিশ সকালে সাবেক আইজিপিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক এই আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জর করে আদেশ দেন।
১৬ বছর বয়সী কিশোর মো. ইসমামুল হক হত্যা মামলায় এই সাবেক এই আইজিপিকে আসামি করা হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, সরকার পতনের দিন গত ৫ অগাস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি ছিল। কিশোর ইসমামুল হক সকাল সাড়ে ৯টার দিকে সেখানে উপস্থিত হন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের করে যখন চানখারপুল মোড়ে পৌঁছায় তখন অজ্ঞাতনামা কিছু পুলিশ সদস্য গুলি ছোড়ে। ইসমামুল হক পেটের গুলি লেগে মারা যায়।
এর আগে মোহম্মদপুরের দোকানি আবু সায়েদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে ছিলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এছাড়া আরও কয়েকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।