Logo
Logo
×

সংবাদ

আদানিকে ১৫ কোটি ডলার পরিশোধ, এখনও বকেয়া ৬৫ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ এএম

আদানিকে ১৫ কোটি ডলার পরিশোধ, এখনও বকেয়া ৬৫ কোটি ডলার

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের গোড্ডা জেলায় আদানি পাওয়ার লিমিটেডের কয়লা-চালিত প্ল্যান্ট থেকে সরবরাহ করা বিদ্যুতের জন্য বাংলাদেশের দেনা ৮০ কোটি ডলার। তার মধ্যে প্রায় ১৫ কোটি ডলার পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিদ্যুতের জন্য আদানি পাওয়ারের দেনা পরিশোধ শুরু করেছে। জ্বালানি খাতে বাংলাদেশের সামগ্রিক বকেয়া আগস্ট পর্যন্ত ২.৫ বিলিয়ন ডলার ছিল।

শেখ হাসিনার আমলে ২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী আদানি পাওয়ার ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে, যা বাংলাদেশের সর্বোচ্চ চাহিদার প্রায় ১০ শতাংশ।  সূত্র: এনডিটিভি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন