Logo
Logo
×

সংবাদ

রাঙামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কোনো অবস্থাতেই ছাড় নয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কোনো অবস্থাতেই ছাড় নয়

যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার দুপুরে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে এই হুঁশিয়ারি দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামে চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে বলেন, ভবিষ্যতে তারা যদি আবার আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করে, তাহলে তাদের যে হাত সেটা ভেঙে দেওয়া হবে। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করবো। আইনশৃঙ্খলা যাতে উন্নতি হয়, সেজন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তাদের সহযোগিতা  করবেন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। জনগণকে বোঝাবেন যাতে আইনশৃঙ্খলা অটুট থাকে।

এর আগে আজ সকালে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চলমান উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে রাঙ্গামাটিতে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন