Logo
Logo
×

সংবাদ

ছাত্রলীগ নেতা জালাল ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যায় নেতৃত্ব দিয়েছিলেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

ছাত্রলীগ নেতা জালাল ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যায় নেতৃত্ব দিয়েছিলেন

ঢাবিতে পিটিয়ে হত্যা এবং ডানে নেতৃত্ব দেওয়া জালাল (বৃত্ত চিহ্নিত)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যায় নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রলীগ নেতা জালাল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এই জালাল ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক।

ফজলুল হক মুসলিম হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, তোফাজ্জলকে মারধরে আরও জড়িত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ (২০২০-২১), প্রাণিবিদ্যা বিভাগের সুলতান (২০২০-২১), গণিত বিভাগের রাব্বি (২০২১-২১), উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফিরোজ (২০২০-২১), মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সুমন (২০২১-২২), সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিবুল (২০২১-২২), ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ জামান এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসান উল্লাহ (২০১৮-১৯ সেশন)।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হত্যায় জড়িতের অভিযোগে ৩ শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে। তারা হলেন, জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন ও পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন