শুক্রবার থেকে প্রতিদিনই চলবে মেট্রোরেল
ছবি: সংগৃহীত
সপ্তাহের সাতদিনই মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল। আগামীকাল শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে এদিন থেকে চালু হচ্ছে কাজিপাড়া মেট্রো স্টেশনও।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
রউফ বলেন, দীর্ঘদিনের যাত্রী চাহিদা মাথায় রেখে শুক্রবার ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা চলাচল করবে দুপুর ৩.৩০ থেকে রাত ৯টা পর্যন্ত। মোট ট্রিপ চলবে ৬০টি। অন্যান্য দিন মেট্রোরেলের ট্রিপের সংখ্যা থাকে ১৯৮টি।
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রোরেলের কাজিপাড়া স্টেশন চালু করতে খরচ হয়েছে ২০ লাখ ৫০ টাকা। তবে আপাতত বন্ধ থাকছে মিরপুর ১০ নম্বর স্টেশন। দ্রুত সময়ের মধ্যে তা চালুর কাজ চলছে।
এ মাসে এখন পর্যন্ত মেট্রোরেল থেকে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ কোটি টাকা আয় হয়েছে বলেও জানান তিনি।
ডিএমটিসিএল জানায়, প্রতিদিন গড়ে ৩ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন।