এস আলমের গৃহকর্মীর নামে ১৫ কোটি টাকার সম্পদ
এস আলমের বাসার গৃহকর্মী মর্জিনা আক্তারের প্রায় ১৫ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে আয়কর বিভাগ। অথচ মর্জিনার কোনো ট্যাক্স ফাইলই পাননি কর্মকর্তারা।
আয়কর বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, নামে-বেনামে অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানেও এস আলমের এ ধরনের সম্পদ থাকতে পারে।
এনবিআরের আয়কর বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, 'মর্জিনার ব্যাংক হিসাবে তিন কোটি টাকার এফডিআর, তার নামে ৫ কোটি টাকার দলিল মূল্যের জমির সন্ধান পাওয়া গেছে। ওই জমির বর্তমান দাম ১২ কোটি টাকার উপরে হতে পারে।'