জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে, ঢাবিতে ‘চোর’ সন্দেহে পিটিয়ে হত্যা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণপিটুনিতে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন।
আশুলিয়া থানার ওসি আবু বক্কর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বুধবার রাতে হাসপাতালে নেয়ার পথে মারা যান শামীম। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকার একটি দোকানে ছিলেন শামীম। সেখানে বেশ কিছু শিক্ষার্থী তাকে মারধর করে। পরে তাকে তারা প্রক্টর অফিসে নিয়ে যায়।
রাত সাড়ে ৮টায় তাকে আশুলিয়া থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানেই তার মৃত্যু হয়।
শামীম বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় থাকতেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগতরা যে হামলা করেছিল, তাতে শামীম যুক্ত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জনাব মনসুর বলেন, নিহত ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।