Logo
Logo
×

সংবাদ

আন্দোলনে বিভাজন সৃষ্টি করলে সব ধূলিসাৎ হবে: সারজিস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

আন্দোলনে বিভাজন সৃষ্টি করলে সব ধূলিসাৎ হবে: সারজিস

আন্দোলনে বিভাজন সৃষ্টি করলে সব ধূলিসাৎ হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ২০২৪ সালে ছাত্র অভ্যুত্থান একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয়। সম্মিলিত আন্দোলনের এ বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে। বিভাজন সৃষ্টি করলে সব ধূলিসাৎ হবে। তাই শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ সোমবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ছাত্র-জনতার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

এই সমন্বয়ক বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের ওপর হামলা করতে পারে। এ জন্য রাজনৈতিক আদর্শ একপাশে রেখে যে কোনো মূল্যে তা প্রতিহত করতে হবে।

মতবিনিময় সভায় রংপুর বিভাগের নানা বৈষম্য তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সারজিস। সভায় বিভিন্ন স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন