গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছিল। সাগরে ভাসমান সামিটের এলএনজি টার্মিনাল চালু হওয়ায় এ সমস্যার সমাধান হয়েছে বলা যায়। মেরামত শেষে এই টার্মিনাল থেকে গত দুই দিন ধরে ৫০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস সরবরাহ করা হচ্ছে।পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এই খবর দিয়েছেন।
তিনি বলেন, আগামী মাসের শুরুর দিকে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমান থেকে বিশেষ অনুরোধে কিছু এলএনজি পাওয়ার কথা চলতি সেপ্টেম্বরের শেষ দিকে।
গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বঙ্গোপসাগরে দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিটের টার্মিনালটি বিকল হয়ে যায়। ফলে গ্যাস সরবরাহ কমে যায়। এরপর মেরামত শেষে সাড়ে তিন মাস পর তা সচল হলো।