Logo
Logo
×

সংবাদ

সচল হয়েছে সামিটের এলএনজি টার্মিনাল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

সচল হয়েছে সামিটের এলএনজি টার্মিনাল

গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছিল। সাগরে ভাসমান সামিটের এলএনজি টার্মিনাল চালু হওয়ায় এ সমস্যার সমাধান হয়েছে বলা যায়। মেরামত শেষে এই টার্মিনাল থেকে গত দুই দিন ধরে ৫০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস সরবরাহ করা হচ্ছে।পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এই খবর দিয়েছেন।

তিনি বলেন, আগামী মাসের শুরুর দিকে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমান থেকে বিশেষ অনুরোধে কিছু এলএনজি পাওয়ার কথা চলতি সেপ্টেম্বরের শেষ দিকে।

গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বঙ্গোপসাগরে দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিটের টার্মিনালটি বিকল হয়ে যায়। ফলে গ্যাস সরবরাহ কমে যায়। এরপর মেরামত শেষে সাড়ে তিন মাস পর তা সচল হলো।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন