Logo
Logo
×

সংবাদ

কক্সবাজার

পাহাড় ধসে দুই মেয়েসহ মায়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

পাহাড় ধসে দুই মেয়েসহ মায়ের মৃত্যু

কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরের দিকে ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি এবং তাদের দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

নিহত আঁখি মনির শাশুড়ি বলেন, রাতে ২টার দিকে ভারী বৃষ্টি হচ্ছিল। সে সময় মিজানের বাড়ির দিক থেকে বিকট শব্দ শুনতে পান তারা। গিয়ে দেখেন পাহাড় ধসে সপরিবারে মাটিচাপা পড়েছেন মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিদের উদ্ধার করা যায়নি।

পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতউল গনি ওসমানী জানান, একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।  তিনি ভারি বর্ষণের এই সময়ে পাহাড়ে বসবাসকারী সবাইকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে অনুরোধ জানান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন