ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ পিএম
আছাদুজ্জামান মিয়া
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
মুনিম ফেরদৌস বলেন, আছাদুজ্জামান মিয়াকে র্যাবের একটি টিম দীর্ঘ সময় ধরে অনুসরণ করে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। রাতের মধ্যে তাকে খিলগাঁও থানা-পুলিশেহস্তান্তর করা হবে।