সাম্প্রতিক বন্যায় অসংখ্য খামারির স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় শুধু ফেনীতেই মারা গেছে ৫৫ হাজার ২৫৪টি পশু। এর মধ্যে গরু মারা গেছে ৩৮ হাজার ৭৩১টি, মহিষ ৩৫৯টি।
তাছাড়া ১৫ হাজার ৫৫৮টি ছাগল ও ৬০৬টি ভেড়া মারা গেছে। এতে মোট ১৬ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ২০০ টাকার ক্ষতি হয়েছে।
ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোজাম্মেল হক গণমাধ্যমে বলেছেন, জেলায় বন্যার কবলে পড়েছিল তিন হাজার ২২টি খামারের ২ লাখ ৪৯ হাজার ৩৮৮ গরু।
বন্যা চলে গেছে। তবে এখনও বিপদ রয়ে গেছে। নানা রকম পানিবাহিত রোগে ভুগছে পশুপাখি। প্রাণিসম্পদ অধিদপ্তর তাদের খোঁজখবর নিচ্ছে। সহযোগিতা দিচ্ছে বলে তিনি জানান।