Logo
Logo
×

সংবাদ

টাইফুন ইয়াগি

ভিয়েতনামে নিহত ১৪১, নিখোঁজ ৫৯

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ এএম

ভিয়েতনামে নিহত ১৪১, নিখোঁজ ৫৯

টাইফুন ইয়াগি এবং এর ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ভিয়েতনামে এখন পর্যন্ত ১৪১ জন নিহত ও ৫৯ জন নিখোঁজ হয়েছে।

বুধবার সকালে এ তথ্য জানিয়েছে ভিয়েতনামের কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়।

নিহতদের মধ্যে ২৯ জন কাও বাং প্রদেশের, ৪৫ জন লাও কাই প্রদেশের এবং ৩৭ জন ইয়েন বাই প্রদেশের বাসিন্দা।

ভিয়েতনাম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, তুয়েন কুয়াং প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে নিশ্চিত করেছে যে, নদীর পানি বেড়ে যাওয়ায় কুয়েত থাং কমিউনের মধ্য দিয়ে প্রবাহিত লো নদীর বাঁধ ভেঙে গেছে।

বুধবার ভোরে জাতীয় হাইড্রো-আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানায়, দেশটির রাজধানী হ্যানয়ের রেড নদীতে বন্যার স্তর তিন সতর্কতা স্তরের মধ্যে ২ স্তর ছাড়িয়ে গেছে। বুধবার দুপুরে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে।

অন্যদিকে থাও নদীর পানির স্তর বেড়ে গিয়ে আরও কয়েকটি অঞ্চলে বন্যা হতে পারে বলে বুধবার সকালে সতর্কতা জারি করেছে ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং। উত্তরাঞ্চলের নদীগুলোতে বন্যার পানি বেড়ে যাওয়ার বিষয়েও সতর্ক করেছে কেন্দ্র।

এছাড়াও পূর্বাভাসে বলা হয়, উত্তরাঞ্চলের নদী তীরবর্তী নিচু এলাকায় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে এবং পার্বত্য এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন