Logo
Logo
×

সংবাদ

ভারতের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক থাকবে : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

ভারতের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক থাকবে : অর্থ উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক আগের মতোই বজায় থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ জানান, ভারত থেকে লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে ১৮০ কোটি ডলার পাওয়া গেছে। বিভিন্ন প্রকল্পের জন্য বাকি অর্থও ভারত ছাড় করবে বলে জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে কোনো প্রকল্পই থেমে নেই। ভবিষ্যতে বিজ্ঞান-প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত।

এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, সরকারের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক আগের মতোই এগিয়ে নেবে ভারত। আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়ক প্রকল্পের ঠিকাদারও দ্রুতই ফিরে এসে কাজ শুরু করবে বলে জানান তিনি। 

তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও কোনো সমস্যা হবে না।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন