Logo
Logo
×

সংবাদ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ এএম

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি  কিশোর নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে বাংলাদেশি এক  কিশোর নিহত হয়েছে। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত শ্রীং জয়ন্ত লাহীড়ি ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের  মহাদেবের ছেলে। কিশোরের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।

গত ১ সেপ্টেম্বর মা সঞ্জিতা রানী দাসের সঙ্গে কিশোরী স্বর্ণা দাস কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত দিয়ে ভারতে আত্মীয়বাড়িতে যাওয়ার সময় বিএসএফ গুলি করে। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। তার বুকে গুলি লাগে। বিএসএফ তার লাশও নিয়ে যায়। ৩ সেপ্টেম্বর লাশ ফেরত দিয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন