Logo
Logo
×

সংবাদ

শরিকদের সঙ্গে বিএনপির সংলাপ শুরু, উদ্দেশ্য ঐক্য অটুট রাখা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ এএম

শরিকদের সঙ্গে বিএনপির সংলাপ শুরু, উদ্দেশ্য ঐক্য অটুট রাখা

গত বছর ১৭ এপ্রিল শরিকদের সঙ্গে বিএনপির সংলাপ । ফাইল ফটো

যুগপৎ আন্দোলন ঘিরে গড়ে তোলা ঐক্যকে সুসংহত করতে শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে বিএনপি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সংলাপের প্রথম দিনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি ও ন্যাপ ভাসানীর সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন শিল্পে স্বার্থান্বেষী মহলের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, ৩১ দফা সংস্কার প্রস্তাব, আগামী নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম আমরা  যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে দেখা করলাম।  যুগপৎ আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, আমরা তা অটুট রাখতে চাই।’

আমীর খসরু বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নানা ষড়যন্ত্র চলছে। গার্মেন্টস কারখানা ও ওষুধ কারখানাসহ বিভিন্ন কল-কারখানা বন্ধ করার ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, ‘এসব করে যারা দেশ ও দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস থাকবে।  দেশ যাতে স্থিতিশীল থাকে তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করছি।’

বিএনপির এই নেতা বলেন, পরিবর্তনের মাধ্যমে করা অঙ্গীকার অনুযায়ী তারা সবাই নতুন বাংলাদেশ গড়ার জন্য একসঙ্গে কাজ করছেন এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছেন।

বৈঠকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'এই ৩১ দফা নিয়ে আমরা জনগণের কাছে যাব।  কারণ জনগণ এই সংস্কার চায়।’

গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতিতে ছাত্র-জনতার ঐক্য সমুন্নত রাখতে চাই। মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে আমরা যেকোনো মূল্যে ২০২৪ সালের বিজয়কে এগিয়ে নিতে চাই।’

বৈঠকে গণফোরামের মন্টু ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চক্ররী এবং ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলামের নেতৃত্বে তাদের দলীয় প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বৈঠকে আমীর খসরুর পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট বরকত উল্লাহ বুলু। সূত্র: ইউএনবি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন