Logo
Logo
×

সংবাদ

জমি বিক্রি করলেন আত্মগোপনে থাকা নাঈমুল ইসলাম খান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম

জমি বিক্রি করলেন আত্মগোপনে থাকা নাঈমুল ইসলাম খান

নাঈমুল ইসলাম খান

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব নাঈমুল ইসলাম খান। তার বিরুদ্ধে ইতোমধ্যে রাজধানী ঢাকা, বগুড়া ও রংপুরে হত্যা মামলা হয়েছে। এছাড়া নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এরমধ্যে তিনি 'আত্মগোপনে' থাকা অবস্থাতেই জমি বিক্রি করেছেন নাঈমুল ইসলাম খান। জানা গেছে, কমিশনের মাধ্যমে সাফ কবালা (জমি, ফ্ল্যাট বা প্লট কেনা-বেচা) দলিল করে জমি বিক্রি করেছেন তিনি।

একটি সূত্র থেকে জানা গেছে, গত রবিবার ও গতকাল বুধবার তিনি কুমিল্লার কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকায় জমি বিক্রি করেন। একটি অংশের পরিমাণ ১.৭৫ শতাংশ ও অন্যটির পরিমাণ ২ শতাংশ।

কুমিল্লা সদর ভূমি অফিসের সহকারী খোসনেহার বেগম সাংবাদিকদের জানান, ঢাকার বনশ্রী এলাকার একটি বাসায় কমিশনের মাধ্যমে সাফকবলা দলিল হয়েছে। নিয়ম অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা থেকে ঢাকায় কমিশন গিয়েছিল। জমি রেজিস্ট্রির দিন বনশ্রীর ওই বাসায় খোসনেহার বেগম কমিশনের সদস্য হিসেবে ও কুমিল্লা সদর ভূমি অফিসের সাবরেজিস্ট্রার দীপংকর চন্দ্র দাস ও নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন। জমি দুটি কিনেছেন রুহুল আমিন নামের এক ব্যক্তি। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

অন্য সাবরেজিস্ট্রার লুৎফুন্নাহার লতা বলেন, ‘নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে আইনগত বিধি-নিষেধ আছে কি না, সে বিষয়ে কোনো কর্তৃপক্ষের কাছ থেকে আমরা চিঠি পাইনি।’

এ বিষয়ে নাঈমুল ইসলাম খানের বক্তব্য পাওয়া যায়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন