মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ৯
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও নয়জন আহত হয়েছে। নিহত চারজন জর্জিয়ার ব্যারো কাউন্টির আপালাচি হাই স্কুলের দুই শিক্ষার্থী ও দুজন শিক্ষক।
বুধবার বিকালে জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের (জিবিআই) পরিচালক ক্রিস হোসে এক ব্রিফিংয়ে বলেন, বন্দুকধারী ওই স্কুলটির ছাত্র কোল্ট গ্রে (১৪)।
সকাল সাড়ে ১০টার কিছু আগে স্কুলে এই গোলাগুলি চালায় গ্রে। তারপর স্কুলের রিসোর্স অফিসার তাকে আটকে ফেললে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।
এই ঘটনার পর একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাদানকারীদের ওই স্কুলে পাঠানো হয়েছে।
জিবিআই পরিচালক ক্রিস হোসে বলেন, বন্দুকধারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিচার করা হবে।
ব্যারো কাউন্টি শেরিফ জুড স্মিথ বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীর সঙ্গে নিহতদের কোনো যোগসূত্র আছে বলে তিনি জানেন না।
এদিকে হোসে বলেন, বন্দুকধারী সম্পর্কে সবকিছু তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। স্কুলটির সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না সেটিও যাচাই করা হচ্ছে।
গুলিবিদ্ধ আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হোসে। হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, গুলিবিদ্ধ রোগী ছাড়াও প্যানিক অ্যাটাকের উপসর্গ নিয়ে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাগুলির ঘটনার পর স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
কাউন্টির সুপারিনটেনডেন্ট ডালাস লেডাফ জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যারো কাউন্টির স্কুলগুলো বন্ধ থাকবে।
স্কুলে বন্দুক হামলার ঘটনায় আটলান্টার ক্যাম্পাসগুলোতেও টহল জোরদার করা হয়েছে।
এ হামলাকে 'অর্থহীন বন্দুক সহিংসতা'আখ্যা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন মৃতদের জন্য শোক প্রকাশ করেন।
প্রেসিডেন্ট আইনপ্রণেতাদের অ্যাসল্ট অস্ত্র এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন নিষিদ্ধ করা, আগ্নেয়াস্ত্রের নিরাপদ সংরক্ষণের প্রয়োজন, সর্বজনীন ব্যাকগ্রাউন্ড চেক আইন প্রণয়ন এবং বন্দুক প্রস্তুতকারকদের জন্য দায়মুক্তি শেষ করার আহ্বান জানিয়েছেন।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৮০টিরও বেশি গণশুটিংয়ের ঘটনা ঘটেছে, যেখানে চারজন বা তারও বেশি মারা গেছে।