কর্নেল ফারুকের ছেলে ড. সাঈদ ফারুক
বাবা কাদের বিপক্ষে দাঁড়িয়েছিল ৪৯ বছর পর সেটি প্রমাণিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
ড. সাঈদ ফারুক
বাবা কাদের বিপক্ষে দাঁড়িয়েছিল ৪৯ পর সেটি প্রমাণিত বলে মন্তব্য করেছেন শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসি হওয়া কর্নেল ফারুক রহমানের ছেলে ড. সাঈদ ফারুক। অস্ট্রেলিয়াভিত্তিক ইউটিউব চ্যানেল ওয়ানপথ নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
ড. সাঈদ ফারুক বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেরাই উন্মোচন করেছে যে, ৪৯ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে পরিস্থিতি ঘটেছিল, সম্প্রতি একই অবস্থা ছিল। সবাই বিরক্ত ছিল। আমাদের কাছে ভিডিও ক্লিপ রয়েছে, আমাদের কাছে প্রমাণও রয়েছে। আপনি সেই যুগের কাউকে জিজ্ঞাসা করুন জানতে পারবেন। তখনও সবাই বিরক্ত ছিল এবং তারা রাস্তায় নেমে এসেছিল। এবারও সবাই রাস্তায় নেমে এসেছে। সবাই খুশি। অবশ্য আইনশৃঙ্খলা নিয়ে এখন একটু উদ্বেগ আছে। কিন্তু সেনাবাহিনী ও সরকার তা পুনরুদ্ধারে কাজ করছে।
ড. সাঈদ ফারুক আরও বলেন, ৪৯ বছর পর আমি প্রমাণ পেয়েছি আমার বাবা যেটির পক্ষে দাঁড়িয়েছিলেন। গত ১৫ বছর কেউ কথা বলতে পারেনি, তবে তারা স্বৈরাচারী শাসন অনুভব করেছিল।
বাংলাদেশ নিয়ে ড. সাঈদ ফারুক বলেন, মুঘল সাম্রাজ্যের অংশ সুবাহ্ বাংলা ছিল বিশ্বের অন্যতম ধনী দেশ। সবাই এখানে ব্যবসা করতে আসত। আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকানোর ক্ষমতা রয়েছে। বাংলাদেশ ভূ-রাজনৈতিক অবস্থানে খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটি নয় অনেক দেশের কাছেই বাংলাদেশ আগ্রহের বিষয়।
তিনি আরও বলেন, আমি আগামী ২৫ বছরের জন্য সত্যিই খুব উৎসাহিত। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি সংস্কারমূলক সরকার প্রয়োজন। যারা দেশের অবস্থার উন্নতি করতে চাই। যেটি দীর্ঘদিন ধরেছিল না। আমার জীবনে কখনোই আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এতটা উৎসাহিত ছিলাম না, এখন যেমন আছি। আমি মনে করি, সেটাই আমরা অনুভব করি। আমরা হব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বাংলাদেশের মানুষের মঙ্গল করুন, আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন।