Logo
Logo
×

সংবাদ

জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

শীর্ষসন্ত্রাসী সুইডেন আসলাম। ফাইল ছবি

জামিনে মুক্তি পেয়েছেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা শীর্ষসন্ত্রাসী আসলাম ওরফে শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম (৬২)। গতকাল মঙ্গলবার রাত ৯টায় তিনি মুক্তি পান। পরে স্বজনেরা কারা ফটক থেকে তাঁকে নিয়ে যান। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, শীর্ষসন্ত্রাসী সুইডেন আসলামের হাজতি নম্বর-৬৬৩/২০। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। বিরুদ্ধে ১২টি মামলা আছে। সর্বশেষ ঢাকার তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। বিশেষ দায়রা মামলা নম্বর-২৯৬/২০১১ ও মেট্রো বিশেষ দায়রা মামলা নম্বর-১৬৮০/২০ হিসেবে মামলাটি রেকর্ড হয়। এ মামলায় জামিন লাভের পর তিনি মুক্তি পান।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সুইডেন আসলামের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ জামিনের কাগজ যাচাইবাছাই করে রাত ৯টায় তাঁকে মুক্তি দেয়। পরে তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন