Logo
Logo
×

সংবাদ

৫, ১০ ও ২০ টাকা নোট পরিবর্তন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

৫, ১০ ও ২০ টাকা নোট পরিবর্তন হচ্ছে

ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক, এটা দ্রুতই পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এছাড়া চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত বা এর বৃদ্ধি পরিসংখ্যান জানার কাজ চলছে।

এছাড়া খুব শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন