Logo
Logo
×

সংবাদ

কুইক রেন্টাল নিয়ে আইনি বিধান: বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ এএম

কুইক রেন্টাল নিয়ে আইনি বিধান: বৈধতা চ্যালেঞ্জ করে রিট

হাইকোর্ট।

কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না; আইনের এমন বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে আইনজীবী তায়েব উল ইসলাম সৌরভসহ দুজন আইনজীবী এই রিট দায়ের করেছেন। 

একই সঙ্গে মস্ত্রীর পছন্দের ব্যক্তিকে আইন অনুযায়ী কুইক রেন্টালের কাজ দেওয়ার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে জ্বালানি সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, পিডিবি চেয়ারম্যানসহ ৫ জনকে বিবাদী করা হয়েছে।  

আজ সোমবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনে ২০১০ এর ১ এর ২ ও ৯ ধারায় এই বিধান যুক্ত রয়েছে। যা অসাংবিধানিক দাবি করে এই রিটটি করা হয়েছে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন